Monday , August 4 2025

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ডিপ্লোমা দাবিতে বি.ডি.এল.এস.এফ- এর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: রোববার (০৩ আগস্ট) বিকেল ৪টায় বাংলাদেশ “ডিপ্লোমা ইন লাইভস্টক স্টুডেন্টস ফেডারেশন” (বি.ডি.এল.এস.এফ) এর শীর্ষ নেতৃবৃন্দ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা দ্রুততম সময়ে সংশোধনের দাবি জানান।

সাক্ষাতে নেতৃবৃন্দ প্রাণিসম্পদ অধিদপ্তরের ৫টি টেকনিক্যাল পদে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিকে একক ও প্রাথমিক যোগ্যতা হিসেবে বিবেচনার জন্য জোর দাবি তোলেন। পাশাপাশি তারা এই পদগুলোকে আপগ্রেড করে ১০ম ও ১১তম গ্রেডে উন্নীত করে ডিপ্লোমাধারীদের নিয়োগ প্রদানের আহ্বান জানান, যাতে দেশের প্রচুর সংখ্যক বেকার ডিপ্লোমাধারী যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়াও ভবিষ্যতে পদোন্নতির সুযোগ সুনিশ্চিত করার দাবি জানান নেতারা।

নবসৃষ্ট ১১তম গ্রেডের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ও সমমানের ১১১টি পদে খসড়া নিয়োগবিধির আলোকে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করার জন্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তারা। নেতৃবৃন্দের মতে, এই নিয়োগ বাস্তবায়ন হলে দেশের ডিপ্লোমাধারীদের জন্য আশার আলো জ্বলবে এবং বেকারত্বের বোঝা কিছুটা হলেও লাঘব হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমাম উদ্দিন কবির, উপদেষ্টার একান্ত সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, এবং ফেডারেশনের প্রধান উপদেষ্টা আফসার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আল ফরহাদ জীম, সাধারণ সম্পাদক আবিদ শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, দম্পর সম্পাদক মোক্তারুল ইসলাম এবং প্রচার সম্পাদক নুহু ইসলাম।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার তাদের দাবিগুলো আমলে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং প্রাণিসম্পদ খাতের ডিপ্লোমাধারীদের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

This post has already been read 30 times!

Check Also

প্রাণিস্বাস্থ্য নিশ্চিত করেই মানুষের পুষ্টি নিশ্চিত সম্ভব-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণিস্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে মানুষের পুষ্টি ও …