Sunday , August 31 2025

পাবনায় খরিপ-২/২০২৫-২৬ মৌসুমের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

মো. গোলাম আরিফ (পাবনা) : খরিপ-২/২০২৫-২৬ মৌসুমের কৃষি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পাবনায় জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির কারিগরি সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনা আয়োজিত এই সভা মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক। অনুষ্ঠান সঞ্চালনা ও বিগত খরিপ-১/২০২৫ মৌসুমের কর্মপরিকল্পনার রেজুলেশন পাঠ করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম।

সভায় বিগত খরিপ-২/২০২৫ মৌসুমের কৃষি কার্যক্রম পর্যালোচনা ও নতুন মৌসুমের কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়। আলোচনায় উঠে আসে—প্রযুক্তি বিস্তারে গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে উপজেলার সমন্বয় নিশ্চিতকরণ, মাটির স্বাস্থ্য রক্ষায় নমুনা সংগ্রহ করে মৃত্তিকা পরীক্ষাগারে প্রেরণ এবং ভিত্তিনির্ভর সার সুপারিশ প্রদান, ডিএপি সারের সঠিক ব্যবহার, সার সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং জোরদার, কৃষিকথা ম্যাগাজিনে লেখা পাঠানোর মাধ্যমে কৃষি তথ্য ছড়িয়ে দেওয়া এবং পাঠক সংখ্যা বাড়ানোর উদ্যোগ।

এছাড়া চলতি আমন মৌসুম ও দণ্ডায়মান ফসলকে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিএসআরআই, এসসিএ, বিএডিসি, বিজেআরআই, এসআরডিআই, ডাল গবেষণা কেন্দ্র, তুলা উন্নয়ন বোর্ড, বারি (ওএফআরডি), ব্রি, বিনা, আঞ্চলিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপণন অধিদপ্তর, বিসিআইসি, সার-কীটনাশক ও বীজ ডিলার প্রতিনিধি ও কৃষক প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।

সবার সক্রিয় অংশগ্রহণে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

This post has already been read 3483 times!

Check Also

ধামরাই উপজেলায় সাপ্তাহিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২৬ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামরাই এর আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে …