মো. গোলাম আরিফ (বগুড়া): খরিপ-২, ২০২৫-২৬ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়নে বগুড়ায় একটি আঞ্চলিক কারিগরি সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার বনানীস্থ হর্টিকালচার সেন্টারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, বগুড়ার আয়োজনে গতকাল (১৪ জুলাই) সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপরিচালক কৃষিবিদ মোঃ ইসমাইল হোসেন। তিনি বিগত খরিপ-১, ২০২৫-২৬ মৌসুমের কর্মপরিকল্পনার রেজুলেশন পাঠ করেন।
আলোচনায় চলতি আমন মৌসুমে উৎপাদন বৃদ্ধি, জৈব সারের ব্যবহার বাড়ানো, ডিএপি সারের ব্যবহার বাড়িয়ে ইউরিয়া সারের ব্যবহার কমানো, খামারি অ্যাপের মাধ্যমে সার সুপারিশ প্রদান, আবহাওয়াভিত্তিক ব্রি ধান১০০ এর উপরের জাত ব্যবহার, মাটির স্বাস্থ্য রক্ষায় মাটি পরীক্ষা করে সার ব্যবস্থাপনা, তেল ফসলের ক্ষেত্রে সরিষার রিলে চাষ সম্প্রসারণ, আধুনিক জাত বিষয়ে চাষিদের সচেতনতা বৃদ্ধি, অনুমোদিত বালাইনাশকের যথাযথ প্রয়োগ, বগুড়ায় অবস্থিত বেতারে কৃষি বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ, কৃষিকথা ম্যাগাজিনে লেখা প্রেরণ এবং এর গ্রাহক সংখ্যা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের জেলা ও অঞ্চল পর্যায়ের কর্মকর্তা, বিএসআরআই, এসসিএ, বিএডিসি (সার ও কন্ট্রাক্ট গ্রোয়ার্স), বিজেআরআই, এসআরডিআই, মসলা গবেষণা কেন্দ্র, তুলা উন্নয়ন বোর্ড, ব্রি, বিনা, আঞ্চলিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপণন অধিদপ্তর, বারটান, সীড অ্যাসোসিয়েশন, কৃষিযন্ত্র প্রস্তুতকারক ও কৃষক প্রতিনিধিসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।
সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া আঞ্চলিক কার্যালয়। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।