Thursday , May 22 2025

ঈশ্বরদীতে প্রিন্সিপাল কাপ ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

মো: আমিনুল ইসলাম (রাজশাহী) : পাবনা জেলার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাসব্যাপী অনুষ্ঠিত “প্রিন্সিপাল কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”-এর চূড়ান্ত পর্ব গতকাল ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় Flaming Rocket এবং Sea Lions দল।

রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। ফাইনালে Flaming Rocket নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানের লক্ষ্য দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে Sea Lions দল মাত্র ৪৩ রানেই গুটিয়ে যায়। ফলস্বরূপ, Flaming Rocket ১২৮ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।

খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। সর্বোচ্চ রান করেন ৫ম পর্বের মারুফ, সর্বোচ্চ উইকেট শিকার করেন ১ম পর্বের আনিছ এবং ম্যাচসেরা হন ১ম পর্বের জিল্লুর

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের সম্মানিত অধ্যক্ষ কৃষিবিদ মো: মতলুবর রহমান। তিনি বলেন, “তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক ও অনলাইন আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।” তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

বিজয়ী দলের সদস্য মো: রাফিউল ইসলাম বলেন, “এই টুর্নামেন্ট আমাদের মধ্যে এক অসাধারণ বন্ধনের সৃষ্টি করেছে। এটি শুধু খেলা নয়, নেতৃত্ব, একাগ্রতা এবং দলীয় প্রচেষ্টার এক উজ্জ্বল উদাহরণ।”

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

This post has already been read 36 times!

Check Also

এটিআইয়ের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার নির্দেশ কৃষি উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক : দেশের এটিআই (কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট) সমূহের শিক্ষার্থীদের ০৮(আট) দফা দাবি-দাওয়া পূরণে চলমান …