📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

সিকৃবির নতুন প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ প্রক্টর হিসেবে গত ১৭ মার্চ (সোমবার) দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রক্টর হিসেবে যোগদানের পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ডিন, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের রেজি:/সংস্থাপন/প্রক্টর- ১২/০৭/৬৬৬ স্মারকে  ১৭-০৩-২০২৫ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

ড. জসিম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। তার সহধর্মিনী শাহনাজ বেগম ২৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করে বর্তমানে সিলেট এম.সি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।

দায়িত্ব নেয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সিকৃবিকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল…

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের…