📍 ঢাকা | 📅 সোমবার, ৬ অক্টোবর ২০২৫

কৃষি আর স্বাস্থ্যের গুরুত্ব সবার আগে- বরিশালে মন্ত্রীপরিষদ সচিব

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি আর স্বাস্থ্যের গুরুত্ব সবার আগে। তাই চিকিৎসার পাশাপাশি কৃষিকে আরো আধুনিকায়ন করা প্রয়োজন। যেহেতু রবি মৌসুমের প্রধান ফসল বোরো। এজন্য এর উৎপাদন বাড়ানো জরুরি। ইতোমধ্যে দেশে বেশ কিছু ফসলের উন্নত জাত উদ্ভাবন হয়েছে। এগুলোর ফলন অনেক বেশি।  এছাড়াও সারের যথেষ্ট মজুদ আছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ৩-৪ বছরের মধ্যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব ইনশা-আল্লাহ। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বরিশালে শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে স্বাস্থ্য শিক্ষায় শুদ্ধাচার ও সুশাসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ আয়োজিত এ কর্মশালায় সম্মানিত অতিথি ছিলেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন এটুআইর সিনিয়র স্ট্রাটেজিক অ্যাডভাইজর ও সবেক তথ্য সম্প্রচার মন্ত্রী মিজ কামরুন নাহার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু।

অনুষ্ঠানে কৃষি সচিব বলেন, পুষ্টি ও খাদ্যের চাহিদা মেটাতে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে হবে। এতে শস্যের যোগান বাড়বে। তাহলেই ২০২৩ সালে খাদ্যনিরাপত্তা আরো সুগঠিত হবে। দেশ হবে কৃষিতে সমৃদ্ধ। কর্মশালায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ পাঁচশতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন