Sunday 5th of May 2024
Home / আঞ্চলিক কৃষি / রংপুরে ব্রি হোল ফিড কম্বাইন্ড হারভেস্টারের মাঠ প্রদর্শনী

রংপুরে ব্রি হোল ফিড কম্বাইন্ড হারভেস্টারের মাঠ প্রদর্শনী

Published at নভেম্বর ২১, ২০২২

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন “যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এসএফএমআরএ) প্রকল্পের অর্থায়নে রংপুর জেলার মিঠাপুকুর  উপজেলার রশিদপুর গ্রামে ব্রি হোল ফিড কম্বাইন্ড হারভেস্টারের মাঠ প্রদর্শনী গত শনিবার অনুষ্ঠিত  হয়েছে।

উক্ত প্রদর্শনীতে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ  মো: শাহ আলম, এসএফএমআরএ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম, রংপুর জেলার বীজ প্রত্যয়ন অফিসার মো: খোরশেদ আলম,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর জেলার প্রশিক্ষন অফিসার মো. এনামুল হক, ব্রি রংপুর আঞ্চলিক কার্যালয় প্রধান ড. রকিবুল হাসান, ব্রির সিনিয়র সাইন্টিফিক অফিসার মো. কামরুজ্জামান পিন্টু, এবং সাইন্টিফিক অফিসার মো: আরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন।
-প্রেস বিজ্ঞপ্তি

This post has already been read 2094 times!