Sunday , May 11 2025

গৌরনদীতে বিনাসরিষা-৪’র চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের গৌরনদীতে বিনাসরিষা-৪’র চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) উপজেলার খাঞ্জাপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উপসহকারি কৃষি কর্মকর্তা দিপঙ্কর বাড়ৈ, স্থানীয় ইউপি. সদস্য মো. গিয়াস মৃধা, প্রদর্শনী চাষি জসিম মৃধা প্রমুখ।

প্রধান অতিথি ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, সরিষা চাষে রয়েছে নানান সুবিধা। স্বাস্থ্যসম্মত তেল পাওয়া যায়। আরো পাওয়া যায় খৈল আর জ¦ালানীর উপকরণ। তাই এর আবাদ বাড়ানো দরকার। এর মাধ্যমে দেশের ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমবে। পাশাপাশি কৃষকরাও হবেন লাভবান। মাঠদিবসে শতাধিক কিষাণ-কিষাণী অংশগ্রহণ করেন।

This post has already been read 4430 times!

Check Also

সেরা তেল ফসল উৎপাদনকারী কৃষকদের পুরষ্কার প্রদান

মো. গোলাম আরিফ (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র আয়োজনে সেরা তেল ফসল উৎপাদনকারী কৃষকদের …