Friday , September 5 2025

কানাইঘাটে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের নব নির্মিত ভবনের উদ্বোধন

সিলেট সংবাদদাতা: সিলেট-৫ (কানাইঘাট জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. হাফিজ আহমদ মজুমদার কানাইঘাট উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেছেন। সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় উক্ত ভবনের উদ্বোধন হয়।

তার সাথে উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) মুনমুন নাহার আশা, কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য আলমাছ উদ্দিন, ১৫নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মাও: জামাল উদ্দিন, দিঘীরপার ইউপির বর্তমান চেয়ারম্যান আলী হোসেন কাজল, নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট সদর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক আফসর উদ্দিন আহমদ চৌধুরী, থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামিম, শাহাব উদ্দিন, উপ সহকারি কৃষি কর্মকর্তা মো:আবুল হারিছ,আলংগীর হোসেন,আজাদ মিয়া,মূদুল পাল প্রমুখ।

This post has already been read 5206 times!

Check Also

উন্নয়নশীল দেশে উত্তরণে প্রস্তুত নয় বাংলাদেশ- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে …