Saturday , May 24 2025

ফুল চাষিদের ঋণসহ সব ধরনের সহযোগিতা দেয়া হবে -কৃষিমন্ত্রী

শ্রীপুর, গাজীপুর : ফুল চাষি ও উদ্যোক্তাদের ঋণসহ সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।

মন্ত্রী আজ শুক্রবার ((১২ ফেব্রুয়ারি)) বিকালে গাজীপুরের শ্রীপুরে উদ্যোক্তা দেলোয়ার হোসেনের টিউলিপ ও স্ট্রবেরি বাগান পরিদর্শন শেষে এ কথা বলেন। এসময় স্থানীয় সংসদ সদস্য মো: ইকবাল হোসেন সবুজ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, টিউলিপ বিদেশি ফুল। আজকে বাংলাদেশেও বিভিন্ন রঙের টিউলিপ চাষ হচ্ছে- এটি খুব আনন্দের ও  সম্ভাবনার।  দেশে এই ফুলের বাজারজাত করতে হবে, এবং বিদেশে রপ্তানি করতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।

উদ্যোক্তাদেরকে সরকার কী সহযোগিতা দিবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, করোনার ক্ষতি মোকাবিলায় সরকার মাত্র ৪% সুদে কৃষিঋণ দিচ্ছে। তাছাড়া, কিছু চিহ্ণিত ফসলেও ঋণ কার্যক্রম চালু আছে। ঋণের পাশাপাশি চাষি, প্রক্রিয়াজাতকারী ও উদ্যোক্তাদেরকে অন্যান্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

This post has already been read 5401 times!

Check Also

চলতি বছর ২০০ টন বীজ ধান সরবরাহ করবে বাকৃবির খামার ব্যবস্থাপনা শাখা

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বোরো বীজ ধান কর্তন ২০২৫’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। …