বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের সংগঠন হোপস অফ হিউম্যানিটি সেন্টার সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে ১০০০ আম্রপালি আমের চারাগাছ বিতরণ করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কেওয়াটখালী কমিউনিটিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে বৃহস্পতিবার ২০০টি এবং শুক্রবার ৮০০টি চারা বিতরণ করা হয়। দুই দিনে মোট ১০০০ চারা শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনটির ম্যানেজিং ডিরেক্টর ও বাকৃবি শিক্ষার্থী এস এম সাজ্জাদ উল ইসলাম বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয়, মানবতার জন্যও একটি কল্যাণকর কাজ। আমরা চাই সারা বাংলাদেশে সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে উঠুক।
প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়া মানে তাদের হাতে ভবিষ্যতের আশা তুলে দেওয়া। আমাদের স্কুল থেকে এই কর্মসূচির সূচনা হওয়ায় আমরা গর্বিত।
কেওয়াটখালী কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, এই চারাগাছ শুধু ছায়া আর অক্সিজেন দেবে না, বরং প্রমাণ করবে মানুষ একসাথে হলে সমাজ বদলাতে পারে। হোপস অফ হিউম্যানিটি সেন্টারকে আমরা ধন্যবাদ জানাই।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচি সারা বাংলাদেশে বিস্তৃত করা হবে। এরই ধারাবাহিকতায় খুলনা ও বাগেরহাট জেলায় আরও ২০০০ চারা বিতরণের পরিকল্পনা রয়েছে।