
আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর সদর ফরিদপুরের আয়োজনে। অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত বিনা ধান ২৬ এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়। জাতটি চলতি আমন ২০২৫ মৌসুমে সদর উপজেলায় বিভিন্ন ব্লকে মোট ১ একর জমিতে প্রদর্শনী স্থাপন করা হয়েছে। বিনা ধান ২৬ এর ১টি নমুনা শস্য কর্তন সম্পন্ন করা হয় যাতে হেক্টর প্রতি ফলন ৫.১২ টন ফলন পাওয়া গিয়েছে।
উক্ত ফলনে প্রদর্শনী কৃষকসহ উপস্থিত সকল কৃষক ভাইয়েরা সকলেই খুব খুশি এবং পরবর্তী মৌসুমে বিনা ধান ২৬ চাষে খুব আগ্রহ প্রকাশ করেন। শস্য নমুনা কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএই, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই, ফরিদপুর জেলার উপপরিচালক, মোঃ শাহাদুজ্জামান; অতিরিক্ত উপপরিচালক (পিপি) আবুল হোসেন মিয়া; মো.সাখাওয়াত হোসেন, মনিটরিং অফিসার, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন, উপজেলা কৃষি অফিসার, মো. আনোয়ার হোসেন।
এছাড়াও কৃষি তথ্য সার্ভিস বরিশালের কর্মকর্তা, আসাদুল্লাহ এবং সদর উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

