মো. এমদাদুল হক (রাজশাহী) : রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় কার্যালয়ের আয়োজনে মাটির স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন ও সুষম সার ব্যবহার বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সহযোগিতায় ছিল রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড.মো: নূরূল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ঢাকা প্রধান কার্যালয়ের ল্যান্ড ইভালুয়েশন আ্যন্ড কোরিলেশন শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আলতাফ হোসেন, রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা: উম্মে সালমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সচেতনতা বৃদ্ধি ছাড়া কোন কাজে সফল হওয়া যায় না। সচেতনতা বৃদ্ধির জন্য আজকে প্রগতিশীল কৃষক ও তারুণদের নিয়ে মাটির স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। সুস্থ জীবনের জন্য সুস্থ মাটির প্রয়োজন। সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইনে কৃষকদের মধ্যে সুষম সার ব্যবহার কম্পোস্ট সার ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ ধারাবাহিক ভাবে চলছে। এই ধরনের কার্যক্রমের লক্ষ্য হলো মাটির স্বাস্থ্য রক্ষা এবং টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত করা। সেই সাথে বরেন্দ্র অঞ্চলের মাটি পানি ব্যবস্থাপনা বিষয়ে তিনি সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।