Friday , August 15 2025

করোনায় ডিএই’র উপপরিচালকের মৃত্যুতে কৃষিমন্ত্রী ও সচিবের শোক

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ পরিচালক কৃষিবিদ  হরলাল মধু করোনায় আক্রান্ত হয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তাঁর  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি।

আজ (শুক্রবার, ২০ নভেম্বর) এক শোকবার্তায় কৃষিমন্ত্রী বলেন, কৃষিবিদ হরলাল মধু অত্যন্ত নিষ্ঠার সাথে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে গেছেন। করোনার ঝুঁকির মধ্যেও তিনি তাঁর দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন। কৃষির উন্নয়নে তাঁর অবদান  সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

কৃষিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক শোকবার্তায় কৃষিবিদ হরলাল মধুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিসচিব মো: মেসবাহুল ইসলাম।

শোকবার্তায় কৃষিসচিব বলেন, কৃষিবিদ হরলাল মধু ছিলেন একজন সৎ, চৌকস ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। তাঁর মৃত্যুতে কৃষিক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।  তাঁর কর্মস্পৃহা ও অবদান কৃষিবিদসহ সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, বিসিএস (কৃষি) ক্যাডারের ১০ম ব্যাচের সদস্য কৃষিবিদ হরলাল মধু  ভোলায় উপ পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্যা গুণগ্রাহী  রেখে গেছেন। তাঁর গ্রামের  বাড়ি মাদারীপুর জেলার রাজৈর নটাখোলা গ্রামে।

This post has already been read 4275 times!

Check Also

চট্টগ্রামে তামাক নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষায় জেলা পরিষদের কার্যক্রম জোরদারের ঘোষণা প্রশাসক নুরুল্লাহ নুরীর

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নুরুল্লাহ নুরী …