📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বরিশালের কৃষি গবেষণা কেন্দ্রে ডাল ফসলের ওপর কৃষক প্রশিক্ষণ

নাহিদ বিন রফিক (বরিশাল): আধুনিক পদ্ধতিতে ডাল উৎপাদনের কৌশল শীর্ষক দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ আজ বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বারির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম। তিনি বলেন, ডাল আমিষের চমৎকার উৎস। আছে অন্য পুষ্টিগুণও। এর চাষপদ্ধতি সহজ। বারি উদ্ভাবিত বিভিন্ন ডালের বেশ ক’টি উচ্চফলনশীল জাত রয়েছে। এগুলোতে রোগপোকা কম হয়। ফলন হয় আশানুরূপ।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিএসও ড. মো. আলিমুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, এসও মো. রাজিউদ্দিন।

অনুষ্ঠানে ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনওয়ারুল মোনিম, বৈজ্ঞানিক কর্মকর্তা শর্মিলা দাস সেতু, স্মৃতি হাসনা এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিভিন্ন ডাল ফসলের আবাদ কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।এতে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন