Friday , August 29 2025

পটুয়াখালীর রাঙ্গাবালীতে কৃষি প্রণোদনা বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (৩ ফেব্রুয়ারি) পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষিপ্রণোদনা বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান খালিদ বিন ওয়ালিদ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষিতে সরকারের সফলতা চলমান রাখার জন্য বিনামূল্যে যে সব বীজ-সার দেয়া হচ্ছে তা  নিশ্চিত করতে হবে। তাহলেই এর উদ্দেশ্য হবে বাস্তবায়ন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার  মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, চলতি রবি মৌসুমে উপজেলার ক্ষতিগ্রস্ত ৬ শ’  কৃষককে বিনামূল্যে  ভুট্টা, শাক-সবজি ও মুগডালের বীজ এবং সার প্রদান করা হয়। এর মাধ্যমে চাষিরা কৃষিকাজে উৎসাহিত হবেন।

অনুষ্ঠানে কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

This post has already been read 4493 times!

Check Also

ধামরাই উপজেলায় সাপ্তাহিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২৬ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামরাই এর আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে …