📍 ঢাকা | 📅 রবিবার, ৫ অক্টোবর ২০২৫

চাঁদপুরে ক্ষিরা উৎপাদন লক্ষ্যমাত্রা ৫ হাজার মে. টন

মাহফুজুর রহমান (চাঁদপুর প্রতিনিধি): চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় অন্যান্য ফসলের মতো ক্ষিরাও উৎপাদন হয়ে থাকে।বিশেষ করে, নদীর তীর সংলগ্ন এলাকাগুলোতে ব্যাপকহারে ক্ষিরার চাষাবাদ হয়। চলতি মৌসুমে জেলার ৮ উপজেলায় এবার সাড়ে ৪ শ’ হেক্টর জমিতে ৫ হাজার মেট্টিক টন ক্ষিরা উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে খামারবাড়ি চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক জানা গেছে।স্থানীয় একজন ক্ষিরা চাষি জানান, প্রতি বছরের মতো এ বছরও তিন বিঘা জমিতে ক্ষিরার চাষ করেছেন তিনি। চাষাবাদ থেকে শুরু করে এ যাবৎ প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে।

আরো প্রায় ৩০ হাজার টাকা খরচ হবে। যদি ফলন ভালো হয় এবং কোনো বিপদ না আসে তাহলে তিন বিঘা জমি থেকে খরচ বাদ দিয়ে প্রায় দুই লাখ টাকা লাভ হবে। কৃষি বিভাগ থেকে জানা যায় জেলা সদরে ১,৫৮০ মে. টন, মতলব উত্তরে ১,৮২০ মে. টন, মতলব দক্ষিণে ২৯৫ মে. টন, হাজীগঞ্জে ৯৮৮ মে. টন, শাহারাস্তিতে ৩৯৫ মে. টন, কচুয়ায় ২১৪ মে. টন, ফরিদগঞ্জে ৫৯৫ মে. টন এবং হাইচমচরে ৩৩ মে. টন ক্ষিরা উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন