Thursday 2nd of May 2024
Home / ফসল / আম গাছের লিফহোপার পোকার নতুন দুটি প্রজাতি শনাক্ত

আম গাছের লিফহোপার পোকার নতুন দুটি প্রজাতি শনাক্ত

Published at মে ২৩, ২০১৮

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি) : বাংলাদেশে প্রথমবারের মত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল আলম আম গাছের নতুন প্রজাতির দুইটি লিফহোপার  পোকা শনাক্ত করেছেন।

পবিপ্রবির শিক্ষার্থী মো. সাইফুল আলম এর আবিষ্কৃত নতুন প্রজাতির লিফহোপার দুইটি হল ইডিওস্কোপাস নাগপুরেনসিস ‘(Idioscopus nagpurensis)’ ও ইডিওস্কোপাস নিটিডিলোস ‘(Idioscopus nitidulus)’।

এ বিষয়ে উক্ত শিক্ষার্থীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই পোকা আমের মুকুল নষ্ট এবং আমের ৫০ ভাগ উৎপাদন কমায়, আমের ফলনের ক্ষতি করে, এছাড়া আমের বিভিন্ন রোগ এই পোকা মাধ্যমে বহন হয়। তিনি আরো জানান, তার এই আবিষ্কার নিয়ে বিস্তারিত ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনোভেটিভ রিসার্চ এ প্রবন্ধ প্রকাশ করা হয়েছে।

তার এ আবিষ্কার এর তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয় এর কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও দক্ষিণ এশিয়ার অন্যতম কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

This post has already been read 4608 times!