📍 ঢাকা | 📅 সোমবার, ৬ অক্টোবর ২০২৫

দানাদার ফসলের মধ্যে কম খরচে ভুট্টার ফলন সবচে’ বেশি -মো. ওমর আলী শেখ

নাহিদ বিন রফিক (বরিশাল): চাষি পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপি এক আঞ্চলিক কর্মশালা বরিশাল নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে শুক্রবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। বীজ প্রত্যয়ন এজেন্সির আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার নির্মল কুমার দে’র সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এ অঞ্চলে ডাল ও তেল ফসলের পাশাপাশি ভুট্টা চাষে রয়েছে যথেষ্ট সম্ভাবনা। দানাদার ফসলের মধ্যে ভুট্টার ফলন সবচে’ বেশি। এর উৎপাদন খরচ কম। রোগবালাইয়ের আক্রমণও তেমন একটা নেই। এসব কথা চাষির দোরগোড়ায় পৌঁছিয়ে ভুট্টার আবাদ বাড়াতে হবে। ত্রিদানা বাদাম, যব এবং আউশ ধান চাষের প্রতিও তিনি জোর দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই বরিশালের উপপরিচালক রমেন্দ্র নাথ বাড়ৈ, বরগুনার উপপরিচালক সাইনুর আজম খান, অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক তুষার কান্তি সমদ্দার, উপ- প্রকল্প পরিচালক জেবুন নেছা জাবেদুর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. এ. কে. এম. মিজানুর রহমান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) মুখ্য প্রশিক্ষক সন্তোষ চন্দ্র মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বানারীপাড়ার উপজেলা কৃষি অফিসার মো. অলিউল আলম।

কর্মশালায় প্রকল্পের চলমান কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনের পাশাপাশি ভবিষ্যত কর্মপরিকল্পনার ওপর বিস্তারিত আলোচনা হয়। এতে কৃষকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, বারি, বিনা, বিএডিসি, এটিআই, বীজ প্রত্যয়ন এজেন্সি, হর্টিকালচার সেন্টার’র বিভিন্ন পর্যায়ের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন