শনিবার , জুলাই ২৭ ২০২৪

বন্ধকৃত নিউজপ্রিন্ট মিলে কম্বাইন্ড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ

ফকির শহিদুল ইসলাম(খুলনা): খুলনার বন্ধকৃত নিউজপ্রিন্ট মিলের অভ্যন্তরে পরিত্যক্ত জমিতে ৮শ’ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে সরকার এ সিদ্ধান্ত গ্রহন করেছে । এ লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ রূপসায় ৮শ’মেগাওয়াট কম্বাইন্ড বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শীর্ষক একটি খসড়া প্রকল্প প্রণয়ন করেছে। পরিকল্পনা কমিশনের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা বলেন।

কর্মকর্তা জানান, খুলনার বন্ধকৃত নিউজপ্রিন্ট মিলস্ লিঃ এর জায়গায় প্রায় ৮ হাজার ৮১৬ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের জুনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। বৃহত্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করবে বিদ্যুৎ বিভাগের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডবিøউপিজিসিএল)। এ প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিএ) ৬ হাজার ২৩৮ কোটি টাকা অর্থায়ন করবে এবং অবশিষ্ট অর্থ জোগান দেবে সরকার। পরিকল্পনা কমিশনের কর্মকর্তা বলেন, ৫০ একর জমির ওপর এ প্রকল্প বাস্তবায়িত হবে। এতে প্রাকৃতিক গ্যাস প্রধান জ্বালানি এবং এইচএসডি বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। বিদ্যুৎ বিভাগ ও পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, সরকার ২০২১ সালের মধ্যে প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ পৌঁছানো এবং একই সময়ে লোড শেডিং হ্রাসে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এ লক্ষ্যে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। খুলনায় ৮ হাজার মেগাওয়াটের এই বিদ্যুৎ প্রকল্পটির লক্ষ্য অর্জনের অংশ হিসেবে গৃহীত হয়েছে। প্রকল্পটির আওতায় জমি ক্রয় ও উন্নয়ন, আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণ এবং বিতরণ পাইপ লাইন স্থাপন করা হবে। প্রস্তাবিত এই প্রকল্পের প্রাক-মূল্যায়ন কমিটির (পিইসি) বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এতে পরিকল্পনা কমিটি প্রকল্পে কিছু অনুসঙ্গের ব্যয় পুনর্বিন্যাসের পরামর্শ দিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, প্রয়োজনীয় পুনর্বিন্যাসের পর প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হবে।

This post has already been read 1923 times!

Check Also

চাঁপাইনবাবগঞ্জে ২২৭ প্রজাতির আম মেলার উদ্বোধন

মো. আমিনুল ইসলাম (রাজশাহী) : গত ১১ জুন (মঙ্গলবার) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রফতানিযোগ্য আম …