বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪

কৃষিখাতে সহযোগিতা বাড়াতে গভীর আগ্রহ জাপানের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কৃষিখাতে সহযোগিতা জোরদার করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে জাপান। আজ বুধবার (৩ জুলাই) বিকালে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ এর সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি (Iwama Kiminori) এ আগ্রহের কথা জানান।

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে দুদেশের মধ্যে কৃষিখাতে সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে জাপানের রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন। তিনি জানান, সরকারি-বেসরকারি সদস্যদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল শীঘ্রই বাংলাদেশে আসবে।

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ এসময় বাংলাদেশের কৃষিবিজ্ঞানীদের প্রশিক্ষণ, বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপন, পোস্ট হার্ভেস্ট ব্যবস্থাপনা, ফুড প্রসেস ও কুল চেইন, হিমাগার নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে জাপানের সহযোগিতা কামনা করেন।

এর আগে দুপুরে কৃষিন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক (Park Young-Sik) সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুদেশের কৃষিখাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: মাহমুদুর রহমান এবং যুগ্ম সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

This post has already been read 14650 times!

Check Also

অ্যামচেম এর সাথে বিডার সংলাপ

আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ আজ ( সোমবার ,২১ অক্টোবর) রাজধানীর অভিজাত এক হোটেলে …