
সিকৃবি সংবাদদাতা:“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্র সমিতির আয়োজনে ক্রীড়া সপ্তাহ-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া সপ্তাহ-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ডিন প্রফেসর ড. মো. শাহ জাহান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার ও প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময়ই শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, দলগত চেতনা ও নেতৃত্বগুণ বিকাশে খেলাধুলা অপরিহার্য ভূমিকা রাখে। তাই আমি প্রত্যাশা করি, আমাদের শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং নিজেদের সুস্থ, উদ্যমী ও সময়োপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলবে।

