
রাজশাহী সংবাদদাতা: জেলা প্রশাসন, রাজশাহী’র সার্বিক সহযোগিতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র উদ্যোগে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় এবং প্রাতিষ্ঠানিক সুশাসন’ বিষয়ক এক মুক্ত আলোচনা আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায়, জেলা প্রশাসক রাজশাহীতে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, আফিয়া আখতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা/রাজস্ব/শিক্ষা ও আইসিটি), রাজশাহী,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী।
এছাড়াও স্থানীয় প্রশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ। মুক্ত আলোচনায় উল্লেখযোগ্য আলোচনার বিষয়গুলো ছিল সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহকে সেবা সহজ করণ, নিজ অফিসের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় সেবা প্রদান করতে হবে। দুর্নীতি মুক্ত ভাবে কাজ করতে হবে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। এছাড়াও সিটিজেন চার্টার/নাগরিক সনদ নাগরিক সনদ উন্মুক্ত স্থানে স্থাপন, নাগরিক সনদ ওয়েব পোর্টালে প্রকাশ নাগরিক সনদ এর তথ্য হালনাগাদ করণ করতে হবে। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনায় অভিযোগ ও পরামর্শ বক্স ও ই-মেইলে অভিযোগ দায়েরের ব্যবস্থা অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির তথ্য প্রকাশ তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্যের আবেদন গ্রহণ ও রেজিস্টারে লিপিবদ্ধকরণ করতে হবে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সেবা গ্রহীতা ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা আয়োজনসহ অন্যান্য কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার বিষয় গুলো আলোচনায় উঠে আসে।

