
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির আয়োজনে আন্তঃ লেভেল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ও ট্রফি উন্মোচন করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ এর সঞ্চালনায় ও মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ও ট্রফি উন্মোচন করেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার ও প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন প্রমুখ। ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, যে ব্যক্তি ক্রীড়ার সঙ্গে যত বেশি সম্পৃক্ত, সে তত বেশি পরিশ্রমী ও সফল কর্মী হয়ে ওঠে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করতে হবে। এতে শুধু শারীরিক নয়, সামাজিক ও চারিত্রিক বিকাশও ঘটবে।

