
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের কৃষি অনুষদ ছাত্র সমিতির আয়োজনে আন্তঃ লেভেল ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃষি অনুষদীয় ডিন প্রফেসর ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার ও প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, ছাত্র ছাত্রীদের মেধা ও মননের বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এটি আমাদের শৃঙ্খলাবোধ শেখায়, দলবদ্ধভাবে কাজ করার অভ্যাস গড়ে তোলে এবং হার-জিতকে মেনে নেওয়ার মানসিক শক্তি দেয়। এসময় তিনি বিজয়ী, বিজিত দলসহ ফুটবল খেলায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান।



