
চট্টগ্রাম সংবাদদাতা : তরুণ প্রজন্মকে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করে গড়ে তুলতে সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) নগরীর সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনাতনে মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও কর্মক্ষম জাতি হিসেবে গড়ে তুলতে নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। খাদ্যে ভেজাল মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে তাঁরা বলেন, ভেজাল খাদ্য ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, যা এক ধরনের অমানবিক অপরাধ।
বক্তারা নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চিকিৎসা ও পরিবহনসহ বিভিন্ন সেবাখাতে লাগামহীন অনিয়মের সমালোচনা করেন। তারা দাবি করেন, কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতি মোকাবিলায় তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলে উল্লেখ করেন তাঁরা।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে উপস্থাপনা দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহানুল ইসলাম এবং ভোক্তা অধিকার বিষয়ে উপস্থাপনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ।
ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর এবং ক্যাব বিভাগীয় সংগঠক রাসেল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস. এম. নাজের হোসাইন, সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, ক্যাব দক্ষিণ জেলার সভাপতি আলহাজ আবদুল মান্নান, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ম সম্পাদক মো. জানে আলম, সিভাসুর ফুড সায়েন্সের শিক্ষার্থী আরিফা খাতুন এবং ক্যাব যুব গ্রুপ চট্টগ্রামের সদস্য আবরার করিম নেহাল, সিদরাতুল মুনতাহা, সালমান রশিদ অভি প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, এক শ্রেণির ব্যবসায়ী অস্বাভাবিক মুনাফার আশায় বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। কখনও পেঁয়াজ, কখনও কাঁচামরিচ, আবার কখনও আলুসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে প্রভাবশালী চক্রের অব্যাহত manipulations কাজ করছে। তাঁরা আরও বলেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার ও গণপরিবহনের অনিয়ম নিয়েও গণমাধ্যম প্রায়ই নীরব থাকে, কারণ এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তাদের স্বাধীনভাবে প্রতিবেদন প্রকাশে বাধা সৃষ্টি করে।
অভিযোগ করে বক্তারা বলেন, চট্টগ্রামের অনেক নামি-দামি রেস্তোরাঁ, বেকারি ও মিষ্টির দোকানে অভিযান চালালে ভয়ঙ্কর অনিয়ম ধরা পড়ে। নিয়মিত অভিযানে প্রতিবারই নতুন নতুন অনিয়ম সামনে আসে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
তরুণ সমাজকে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও ন্যায়সঙ্গত সমাজ নিশ্চিত করা যায়।

