
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আন্তঃ হল ইনডোর গেমস্ ২০২৪-২৫ (দাবা, ক্যারম, টেবিল-টেনিস) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সিকৃবি কেন্দ্রীয় অডিটোরিয়ামের বহিরাঙ্গনে অনুষ্ঠিত আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মোহাম্মদ নেয়ামত উল্যাহ এর সঞ্চালনায় এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, বর্তমান পরিবর্তিত জীবনধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শরীর ও মনের সুসমন্বয় অত্যন্ত জরুরি। শুধুমাত্র পড়াশোনাই যথেষ্ট নয় একটি সুস্থ ও সৃজনশীল জীবন গঠনের জন্য আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। খেলাধুলা আমাদের শরীরকে যেমন সুস্থ রাখে, তেমনি মনকেও প্রফুল্ল রাখে।

