
চবি সংবাদদাতা: “ভোক্তাদের সংগঠিত ও সচেতন হওয়া ছাড়া ভোক্তা অধিকার সুরক্ষার কোনো বিকল্প নেই”— এ মূল বার্তা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ–চবি শাখার আয়োজনে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯” শীর্ষক সেমিনার। মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে বক্তারা বলেন, ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সংগঠিত ও সচেতন হতে হবে; ব্যবসায়ীরা যেভাবে সংগঠিত, ভোক্তারা তেমন নয় বলেই প্রতারণা ও বঞ্চনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
সেমিনারে সভাপতিত্ব করেন ক্যাব যুব গ্রুপ–চবি এর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস. এম. নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, মহানগরের যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অফিসের সহকারী পরিচালক আনিসুর রহমান ও রানা দেব নাথ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্যাব যুব গ্রুপ সদস্য তাসনুভা শারমিন এরা ও তাহিয়াত চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ক্যাব যুব গ্রুপ চবি’র সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও এখানেও ভোক্তা অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। এসব সমস্যা সমাধানে ক্যাব, চাকসু ও প্রক্টরিয়াল বডিকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ক্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মূল প্রবন্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগ, বাস্তব চ্যালেঞ্জ, অভিযোগের পদ্ধতি ও প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, “সচেতন ভোক্তাই ন্যায্য অধিকার আদায়ের মূল শক্তি।”
সেমিনারের শেষে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস. এম. নাজের হোসাইন ২০২৫–২৬ মেয়াদের জন্য ক্যাব যুব গ্রুপ–চবি’র নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী মো. রোজাইন আল রাফি এবং সাধারণ সম্পাদক তানজিম আশরাফ রাতুল।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— তাহিয়াত চৌধুরী (সংগঠনিক সম্পাদক), তাসনোভা শারমিন এরা (অফিস ও জনসংযোগ সম্পাদক), রুকাইয়া আখতার লতা (সহকারী অফিস ও জনসংযোগ সম্পাদক), রাতুল আহমেদ (প্রেস ও মিডিয়া সম্পাদক), তানবীর এম ফাহিম (সহকারী প্রেস ও মিডিয়া সম্পাদক), রাফেজা রিপা (মহিলা বিষয়ক সম্পাদক), তৌহিদ উল্লাহ (ইভেন্ট ও পরিকল্পনা সম্পাদক), এস. এম. আবু সাঈদ (সহকারী ইভেন্ট ও পরিকল্পনা সম্পাদক), রিয়াদুস সালেহিন (কোষাধ্যক্ষ), মো. সোলায়মান বিশ্বাস (গবেষণা ও উন্নয়ন সম্পাদক) এবং আকাইদ খান (সহকারী গবেষণা ও উন্নয়ন সম্পাদক)।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা শেষে বলেন, ভোক্তা অধিকার সুরক্ষায় সরকার, প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত উদ্যোগই পারে একটি ন্যায্য ও সুশাসিত বাজারব্যবস্থা গড়ে তুলতে।

