
সিকৃবি সংবাদদাতা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং কমিশনের সদস্যবৃন্দ শনিবার (০১ নভেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়(সিকৃবি)পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসেন কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ।
মতবিনিময় সভায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য মো. সুজায়েত উল্যা, অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিক, অধ্যাপক ড. এম আমজাদ হোসেন, ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মো. মুনির হোসেন, অধ্যাপক এএসএম গোলাম হাফিজ, ডা. মো. আমিনুল ইসলাম, ড. নূরুল কাদির, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ড. শাহনাজ সরকার, অধ্যাপক ডা. এ.টি.এম. ফরিদ উদ্দীন, শাব্বির আহমদ চৌধুরী, ড. চৌধুরী সায়মা ফেরদৌস, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া এবং অধ্যাপক ড. এম সোহেল রহমান এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব মো. আব্দুর রহমান তরফদার সহ
সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, পরিচালক আইকিউএসি প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. মো. রুহুল আমিন, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ) প্রফেসর ড. মো. মাছুদুর রহমান, প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও গবেষণামূলক কর্মকাণ্ডের অগ্রগতি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

