
বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘পোনামাছ অবমুক্তি কার্যক্রম ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।
দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ অক্টোবর) বাকৃবির ঈশাঁ খা হল সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।
মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মৎস্য অধিদপ্তরের পরিচালক ড. নিপেন্দ্রনাথ বিশ্বাস, অধ্যাপক ড. আলী রেজা ফারুক, অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন-অর-রশীদ, অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান মামুন, ময়মনসিংহের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা ও গবেষণার সমন্বয় অত্যন্ত জরুরি। মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এ ধরনের কার্যক্রম গবেষণার জ্ঞানকে মাঠপর্যায়ে প্রয়োগে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, এতে একদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার ফল বাস্তব প্রেক্ষাপটে প্রয়োগের সুযোগ তৈরি হবে, অন্যদিকে মৎস্য অধিদপ্তরের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ভবিষ্যৎ গবেষণায় দিকনির্দেশনা দেবে।
উল্লেখ্য, সারা জেলায় মোট ৯০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়, যার মধ্যে শুধুমাত্র বাকৃবিতেই অবমুক্ত করা হয়েছে ৩৫০ কেজি পোনা।