
জুলফিকার আলী (সিলেট) : কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট এর আয়োজনে উপজেলা কৃষি অফিস, কোম্পনীগঞ্জ এর সহযোগিতায় “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষ্যে সিলেট জেলার কোম্পনীগঞ্জ উপজলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া বাজারে সন্ধ্যাকালীন কৃষি বিষয়ক “সিনেমা শো” আজ সোমবার (২২. সেপ্টেম্বর) প্রদর্শন করা হয়।করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কোম্পনীগঞ্জ উপজলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল মতিন; সিলেট কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তার। এছাড়াও
পাড়ুয়া ব্লকের- উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আক্তার হোসেনসহ প্রায় ১০০ জন কৃষক ও দর্শণার্থী।
“সিনেমা শো” প্রদর্শনের পরিচালনা করেন- সিলেট কৃষি তথ্য সার্ভিসের এআইসিও মো. জুলফিকার আলী।
প্রদর্শনকৃত ভিডিও হচ্ছে- পরিবেশের উপর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের ক্ষতিকর প্রভাব, সারের পরিমিত ব্যবহার, পলিনেট হাউজ, ভার্মি কোম্পস্ট ও অন্যান্য। এ সময় কৃষি বিষয়ক লিফলেট/ ফোল্ডার ও কৃষি কল সেন্টার-১৬১২৩ লেখা সংবলিত চাবির রিং উপস্থিত প্রায় ১০০ জন দর্শণার্থীদের মাঝে বিতরণ করা হয়।