📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

ফিসটেক হ্যাচারি ও বিএমসি সেন্টার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) কক্সবাজারে অবস্থিত ফিসটেক হ্যাচারি লিমিটেড এবং বিএমসি সেন্টার পরিদর্শন করেছেন। এ সময় তিনি চিংড়ি পোনা ও পলিকীট উৎপাদনের আধুনিক কার্যক্রম, প্রযুক্তি ও ব্যবস্থাপনা স্বচক্ষে প্রত্যক্ষ করেন এবং হ্যাচারির কর্মকাণ্ডের প্রশংসা করেন।

ফরিদা আখতার বলেন, দেশের মৎস্য খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি নির্ভর হ্যাচারি গড়ে ওঠা একটি ইতিবাচক দৃষ্টান্ত। তিনি এ ধরনের প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে উল্লেখ করেন।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ, অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, পরিচালক (প্রশাসন) রেজাউল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল (Joris van Bommel) ও দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি বাস্ ব্লাউ (Bas Blaauw) সফরে যোগ দেন।

হ্যাচারির সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন ফিসটেক হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক সরকার ও জেনারেল ম্যানেজার রাফিউল হাসান চৌধুরী। তাঁরা অতিথিদের সামনে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

বিশেষ অতিথিদের এই সফরে ফিসটেক হ্যাচারির কর্মীরা অনুপ্রাণিত হয়েছেন বলে জানান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক সরকার। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নেবে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

বিশেষ সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) এবং সার্ক…