
নিজস্ব প্রতিবেদক: মাছের স্বাস্থ্য সুরক্ষা ও কোয়ারেন্টাইন বিধিমালা অনুসরণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ভারত থেকে ভেনামি প্রজাতির চিংড়ির নাপলি (Litopenaeus vannamei Nauplii) আমদানির অনুমতি বাতিল করেছে মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মৎস্য অধিদপ্ত থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া বাজার এলাকার তৌফিক এন্টারপ্রাইজ–এর অনুকূলে পূর্বে দেওয়া আমদানি অনুমতি (ইস্যু নং ৩৩.০২.০০০০.১২০.১০.০০১০.২৫.৮৩৭, তারিখ ৩ ডিসেম্বর ২০২৫) প্রত্যাহার করা হয়েছে।
মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, মাছ কোয়ারেন্টাইন বিধিমালা, ২০২৪–এর ৯ ধারার উপধারা (৩) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জীবিত জলজ প্রাণী আমদানির ক্ষেত্রে রোগ ঝুঁকি ও জৈব নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, ভোমরা স্থলবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ, খুলনা বিভাগের মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে কোয়ারেন্টাইন সংক্রান্ত সম্ভাব্য রোগ পরীক্ষা কার্যক্রমের প্রস্তুতি রাখতে খুলনার ফিশ ইনস্পেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিকে নির্দেশ দেওয়া হয়েছে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, দেশের চিংড়ি খাতের নিরাপত্তা, খামার পর্যায়ের স্বাস্থ্য ঝুঁকি কমানো এবং রপ্তানিযোগ্য জলজ সম্পদের মান বজায় রাখাই সরকারের প্রধান লক্ষ্য।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ভেনামি চিংড়ির মতো উচ্চ ঝুঁকিপূর্ণ জীবিত পোনা আমদানির ক্ষেত্রে সরকার যে কোনো ধরনের শৈথিল্য দেখাতে রাজি নয়—এই সিদ্ধান্ত তারই স্পষ্ট বার্তা বহন করে।
উল্লেখ্য, ভ্যানামি চিংড়ি আমদানি ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে এগ্রিনিউজ২৪.কম দীর্ঘদিন ধরে ধারাবাহিক ও অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশ করে আসছে, যা নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।



