📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

পাবনার ফরিদপুরে অভিযানে ২৫ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ

আব্দুল কাইউম (পাবনা) : পাবনা ফরিদপুর উপজেলার আগপুংগলী গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নের আগপুংগলী গ্রামের ১০টি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ। অভিযানে ৮৩৩টি চায়না দুয়ারি জাল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা, এবং এই জাল তৈরির ৫টি সরঞ্জাম (মেশিনসহ) জব্দ করা হয়।

অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তা জনাব দীপক কুমার পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পাবনা সদর মোঃ আব্দুল হালিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদপুর সুজিত কুমার মুন্সীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের সহায়তায় জব্দকৃত জালগুলো আইন অনুযায়ী ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অবৈধ জাল তৈরি, ব্যবহার ও বিক্রয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন