📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

সিকৃবিতে একাডেমিক কাউন্সিলের ৪৮তম সভা অনুষ্ঠিত

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত উক্ত সভায় একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব সিকৃবির রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলার সঞ্চালনায় সভায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, একাডেমিক বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক এবং সিকৃবির বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপকবৃন্দসহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

একাডেমিক কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিদ্যাপীঠে রূপান্তরিত করতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের লক্ষ কেবল ডিগ্রিধারী তৈরি করা নয়, বরং বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনী শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল…

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের…