Monday , August 25 2025

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সারাদেশে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারাদেশে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। ঢাকা, কুড়িগ্রাম, কেরানীগঞ্জ ও নীলফামারীসহ বিভিন্ন জেলায় পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য জরিমানা আদায়, হাইড্রোলিক হর্ন জব্দ ও আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাভারের আমিনবাজারে পরিচালিত মোবাইল কোর্টে ০৯টি যানবাহন পরীক্ষা করে ০৫টি যানবাহনের বিরুদ্ধে ১৮ হাজার টাকা জরিমানা আদায় ও ০৯টি হর্ন জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটর ছিলেন পরিদর্শক নয়ন কুমার রায়।

অপরদিকে, ঢাকার কুড়িল বিশ্বরোড খিলক্ষেত এলাকায় বিআরটি’র সহযোগিতায় কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিচালিত অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ০৫টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পূর্বে একই অপরাধে সতর্ক করা সত্ত্বেও পুনরায় অপরাধ করায় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

কুড়িগ্রাম সদরে ত্রিমোহনী বাজার এলাকায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ০৪টি বাস ও ০২টি ট্রাকের চালকের কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ১১টি হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত সুলতানা।

কেরানীগঞ্জের বড়ইতলা এলাকায় নির্মাণ কাজে আইন লঙ্ঘনের দায়ে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর অধীনে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইসাথে ভবিষ্যতে আইন মেনে নির্মাণ কার্য পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া নীলফামারীর বাইপাস মোড়ে পরিচালিত অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী ০৩টি যানবাহনের বিরুদ্ধে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ০৫টি হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। একইসাথে চালকদের সতর্ক করা এবং লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম নিয়মিতভাবে সারাদেশে অব্যাহত থাকবে।

This post has already been read 45 times!

Check Also

টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি- পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান …