
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘আবহাওয়ার পূর্বাভাস-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) ব্রির পরিচালক (গবেষণা) এবং ল্যাবরেটরি চীফ (ব্রি এগ্রোমেট ল্যাব) ড. মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্রির সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র সাইন্টিফিক অফিসার এবং ব্রি এগ্রোমেট ল্যাব এর ল্যাবরেটরি কো-অর্ডিনেটর ড. এ বি এম জাহিদ হোসেন।
কর্মশালায় ব্রির বিভাগ ও শাখা প্রধান এবং গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।



