Sunday , August 17 2025

ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করে সেনাপ্রধানের কাছ থেকে সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক

Oplus_131072

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন খাতুন ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত তিন সপ্তাহব্যাপী ষ্ট্রাটেজিক লিডারশীপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স ২০২৫/২ সফলভাবে সম্পন্ন করেছেন।

সম্প্রতি রাজধানীর মিরপুর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে ও এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক তার হাতে সনদ তুলে দেন।

শনিবার (১৬ আগস্ট) ড. মিনারা খাতুন তার এই অর্জনের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। কঠোর প্রশিক্ষণ ও উচ্চপর্যায়ের ইন্টারঅ্যাকশনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা, কৌশলগত নেতৃত্ব এবং বৈশ্বিক সহযোগিতা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত হয়েছে। এই সনদ শুধু সম্মানই নয়, বরং দেশসেবায় নতুন উদ্দীপনা জোগাবে।’

গত ১৩ থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন সপ্তাহব্যাপী এ কোর্সে জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিকল্পনা ও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বিষয়ে সিনিয়র নেতাদের দক্ষতা উন্নয়নে কাজ করা হয়। অংশগ্রহণকারীরা কেস স্টাডি, সিমুলেশন ও গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তঃক্ষেত্রীয় নেটওয়ার্ক তৈরিতে প্রশিক্ষণ নেন।

ক্যাপস্টোন কোর্স ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স যার লক্ষ্য কৌশলগত সচেতনতা বৃদ্ধি, সূক্ষ্ম চিন্তাভাবনার বিকাশ, আন্তঃসংস্থা সহযোগিতা বৃদ্ধি করা এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থার নেতৃত্ব পর্যায়ে জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক সমন্বিত ধারণা গড়ে তোলা।

কোর্স আয়োজকরা বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপট, প্রাকৃতিক দুর্যোগ ও জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারমুখী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তাদের ভাষ্যমতে, ক্যাপস্টোন কোর্স এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সিভিল সোসাইটি সদস্য এবং আইন বিশেষজ্ঞরা কৌশলগত ভাবনাকে বাস্তব পরিকল্পনায় রূপ দেওয়ার দক্ষতা অর্জন করেন। কোর্স শেষ করাটা প্রতিটি অংশগ্রহণকারীর পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকে, যা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় দায়িত্ব পালনে তাদের প্রস্তুত করে।

This post has already been read 45 times!

Check Also

‘ফুড ফোর্টিফিকেশন ছাড়া দেশে অপুষ্টি দূর সম্ভব নয়’ বিশেষজ্ঞদের অভিমত

বাকৃবি সংবাদদাতা: ‘বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে পুষ্টিহীনতার চিত্র এখনও উদ্বেগজনক। দেশে প্রায় …