Thursday , July 3 2025

সবজি সংরক্ষণের নতুন যুগ, কৃষকের পাশে ১০০ হিমাগার

নিজস্ব প্রতিবেদক: সবজি ও কাঁচামাল সংরক্ষণের সুবিধা বাড়াতে সারাদেশে ছোট-বড় মিলিয়ে ১০০টি হিমাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণ করছে সরকার। বুধবার (০২ জুলাই) রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প অগ্রগতি বিষয়ক এক সভা শেষে এ তথ্য জানান কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা বলেন, “সরকার সবজিসহ কাঁচামাল সংরক্ষণের জন্য প্রায় একশ কোল্ড স্টোরেজ নির্মাণ করছে। এতে করে কৃষকরা উপকৃত হবেন এবং বাজারে কাঁচামালের সরবরাহ সঠিক রাখতে সহায়ক হবে।” তিনি আরও বলেন, “বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খননসহ কৃষিখাতের নানা প্রকল্প বাস্তবায়িত হলে কৃষক থেকে শুরু করে ভোক্তা—সবাই উপকার পাবেন।”

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কুমিল্লার মুরাদনগর এবং ভোলায় ঘটে যাওয়া নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে ও হচ্ছে। এসব অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না।”

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন।”

প্রসঙ্গত, (২৯ জুন) রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসিফ মাহমুদের হাতব্যাগে একটি অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেলে বিষয়টি আলোচনায় আসে।

This post has already been read 57 times!

Check Also

আম উৎপাদনে উত্তম কৃষি চর্চা সারা দেশে ছড়িয়ে দিতে হবে- কৃষি সচিব

নিজস্ব প্রতিবেদক :  কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, উন্নত কৃষি চর্চার মাধ্যমে …