📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

২০২৫-২৬ অর্থ বছরে বাকৃবির বাজেট প্রায় ৩৮৮ কোটি, বেড়েছে ৭.৭১ শতাংশ

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৩৮৮.২৯ কোটি টাকার বাজেট অনুমোদন পেয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বছর মোট ৪৫৮.২৬ কোটি টাকার চাহিদা ভিত্তিক বাজেট প্রণয়ন করেছিল, তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) এর পক্ষ থেকে ৩৮৮.২৯ কোটি টাকার সিলিং নির্ধারণ করে দেওয়া হয়। উক্ত সিলিংয়ের আলোকে বাজেট রিকাস্ট করে সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

বুধবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুন ২০২৫ তারিখে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বাকৃবি’র কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত রিকাস্ট বাজেট এবং ২০২৫-২৬ অর্থ বছরের মূল বাজেট উপস্থাপন করেন।

২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে সরকারী অনুদান ধরা হয়েছে ৩৭৪.৯৯ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় হিসেবে নির্ধারণ করা হয়েছে ১৩.৩০ কোটি টাকা। সবমিলিয়ে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ৩৮৮.২৯ কোটি টাকা।

এই বাজেটে বেতন-ভাতা (বিশেষ সুবিধাসহ) খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৮৩.৬৬ কোটি টাকা, পণ্য ও সেবা সহায়তা (সাধারণ) খাতে ৫৩.৫৯ কোটি টাকা, পণ্য ও সেবা সহায়তা (মেরামত ও সংরক্ষণ) খাতে ৯.২০ কোটি টাকা, পেনশন ও অবসর সুবিধা (বিশেষ সুবিধাসহ) বাবদ ১১৭.৫০ কোটি টাকা, গবেষণা অনুদান ১৫.৩৩ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ০.৭৫ কোটি টাকা, অন্যান্য অনুদান ২.৮২ কোটি টাকা এবং মূলধন অনুদান ৫.৪৫ কোটি টাকা।

এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত রিকাস্ট বাজেটে মোট ব্যয় অনুমোদিত হয়েছে ৩৭৯.১৯ কোটি টাকা, যা তুলনামূলকভাবে চলতি বছরের চেয়ে কম। তবে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট বরাদ্দে ৭.৭১ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা নিশ্চিত করতে এবং প্রকৃত চাহিদার ভিত্তিতে বরাদ্দ বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে সংশোধিত বাজেট প্রণয়নের সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল…

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের…