📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বাকৃবিতে নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের উদ্বোধন

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর তত্ত্বাবধানে ‘Teaching-Learning Approaches’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৯জুন) সকাল সাড়ে ৯ টায় জিটিআই শ্রেণীকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান ও মাৎসবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার। জিটিআই পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার আইরিন আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. বেনতুল মাওয়া।

এছাড়াও বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা। উক্ত উদ্বোধনীতে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন প্রফেসর(অব:) ড. মো. নজরুল ইসলাম, আইআইএফএস পরিচালক প্রফেসর ড. মো. মাহবুব আলম, প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলীম, সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান, বাউএক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিন, প্রফেসর মুহাম্মদ সাজেদুল আরিফীন, সহযোগী প্রফেসর মোছা: জান্নাতুন নাহার মুক্তা, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত প্রশিক্ষনার্থী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন যে শিক্ষকতা একটি সংবেদনশীল মহান পেশা, আপনারা অনেক কিছু করতে পারেন, আবার অনেক কিছুই করতে পারেন না। আপনাদের সাথে জড়িয়ে আছে বাকৃবির সুনাম, সৌন্দর্য ইত্যাদি। তিনি শিক্ষকদের ক্লাসে পাঠদানের ক্ষেত্রে ইংরেজি মাধ্যমের উপর জোর দেন এবং ক্লাসের বাইরেও সহকর্মীদের সাথে ইংরেজিতে কথোপকথনের উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি সকল নবীন শিক্ষকদের উদ্দেশ্যে ক্লাসের বাইরেও অতিরিক্ত কমপক্ষে ৬ ঘণ্টা পড়াশোনার পরামর্শ দিয়ে তাদের পেশাগত জীবনে সময়োপযোগীতা, নিয়মানুবর্তিতা এবং পাঠদানের ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগ দেয়ার আহবান জানান। প্রত্যেক শিক্ষককে আত্মসন্মান ও আত্মনিয়ন্ত্রনের পরামর্শ দিয়ে তিনি শিক্ষকতা পেশার মহত্ত্ব সমুন্নত রাখার পরামর্শ দেন।

উল্লেখ্য, ৫ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০জন নবীন শিক্ষক অংশগ্রহণ করেন ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল…

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের…