📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

ভেটেরিনারি চিকিৎসার আধুনিকায়ন সময়ের দাবি -সিকৃবি ভিসি

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত ১৫ মে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। সিকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘Animal Health Takes a Team’। এ উপলক্ষে অনুষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভাটি সঞ্চালনা করেন এনাটমি ও হিস্টোলজি বিভাগের সহকারী প্রফেসর ডাঃ আঁখি পাল এবং সভাপতিত্ব করেন মাইক্রোবায়োলজি ও টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম এবং সিলেট জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ আহসান হাবিব।

বক্তারা বলেন, ভেটেরিনারি পেশা শুধুমাত্র পশু চিকিৎসা নয়, এটি মানুষের স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণিসম্পদ দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় দক্ষ ও মানবিক ভেটেরিনারিয়ান তৈরি এখন সময়ের দাবি।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, প্রাণিস্বাস্থ্য রক্ষা একটি দলীয় প্রচেষ্টা, যা ‘One Health’ ধারণার সঙ্গে সম্পৃক্ত। তিনি বলেন, “মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনটি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। জুনোটিক রোগের মতো সংক্রামক ব্যাধি গোটা সমাজের জন্য হুমকি হয়ে উঠতে পারে।” তিনি আরও বলেন, “সময়ের প্রয়োজনে ভেটেরিনারি চিকিৎসার আধুনিকায়ন করতে হবে এবং গবেষণার ফল বাস্তবক্ষেত্রে প্রয়োগযোগ্য করতে হবে।”

আলোচনা সভা শেষে কেক কেটে দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল…

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের…