Monday , August 18 2025

শিশু আছিয়ার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক

নির্যাতনের শিকার শিশু আছিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশু আছিয়া আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শোক বার্তায় উপদেষ্টা বলেন, নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

উপদেষ্টা আরো বলেন, “পরিবার, সমাজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করে যেতে হবে। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা আর না ঘটে।”

উপদেষ্টা- শিশু আছিয়ার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

This post has already been read 6124 times!

Check Also

চট্টগ্রামে তামাক নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষায় জেলা পরিষদের কার্যক্রম জোরদারের ঘোষণা প্রশাসক নুরুল্লাহ নুরীর

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নুরুল্লাহ নুরী …