Thursday , May 1 2025

বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও আবৃত্তিসহ নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি।

দিবসটি উদযাপনের শুরুতে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রভাতফেরি বের করা হয়। এরপর সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। এসময় ভাষা শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া  বলেন,  এসময় ভাষা শহীদ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের নায়কদের প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘দেশের জন্য সকলের এই আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে। তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই বাকস্বাধীনতা আমাদের রক্ষা করে চলতে হবে। ফ্যাসিস্টমুক্ত স্বাধীন দেশে যতপ্রকার কুচক্রী আছে তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে। ক্ষুধা-দারিদ্র্য মুক্ত, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধারণ ও বহন করার অঙ্গীকার গ্রহণ করতে হবে।

পুষ্পস্তবক অর্পণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো আসাদুজ্জামান সরকার, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড. মো হেলাল উদ্দীনসহ শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়াও সকাল সাড়ে ১০ টার দিকে বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থান ও একুশের চেতন‘ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে দুপুরে জাতীয় দিবস উদযাপন কমিটি বিশ্ববিদ্যালয় মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করে।

This post has already been read 2205 times!

Check Also

নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি, চায়না প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর সংবাদদাতা: কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি (এনডব্লিউএএফইউ), চায়না প্রতিনিধি দল বুধবার (০৯ …