Thursday , May 1 2025

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের হাইকিং, তাবু বিশ্রাম ও পাহাড়ী আড্ডা অনুষ্ঠিত

সিকৃবি সংবাদদাতা: স্কাউটিং করবো, সুন্দর জীবন গড়বো প্রতিপাদ্য কে সামনে রেখে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের হাইকিং, তাবু বিশ্রাম ও পাহাড়ী আড্ডা আজ শুক্রবার (১৪ফেব্রুয়ারি) টিলাগড়স্থ পাম বাগানে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের রোভার স্কাউট গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মো আলিমুল ইসলাম। প্রোগ্রাম সঞ্চালনসহ নেতৃত্ব দেন  গ্রুপ সম্পাদক  ও অতিরিক্ত পরিচালক ( ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর  ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। সভাপতিত্ব করেন গ্রুপ সভাপতি ও পরিচালক ( ছাত্র পরামর্শ ও নির্দেশনা)  প্রফেসর ড. মো: এমদাদুল হক।অতিথি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও উডব্যাজার শাহনাজ শিলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড মো মাসুদুর রহমান, প্রফেসর ড মো রুহুল আমিন, কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠানটি সমন্বয় সাধন করেছেন গ্রুপ আর এস এল  ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জাহিদ হাসান ফাহাদ, কুদরত উল্লাহ খান।প্রায় অর্ধ শতাধিক হাইকার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রোভারগণ নিজের, দেশের এবং সৃষ্টিকর্তার প্রতি অনুগত থেকে দেশ গড়ার শপথে অঙ্গীকারবদ্ধ হন।

This post has already been read 1666 times!

Check Also

নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি, চায়না প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর সংবাদদাতা: কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি (এনডব্লিউএএফইউ), চায়না প্রতিনিধি দল বুধবার (০৯ …