📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

শহীদদের স্মরণে ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচী

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ও তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে ‘মিশন গ্রিন বাংলাদেশ’ দেশের বিভিন্ন জেলায় বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে। শহীদদের স্মৃতিকে চিরন্তন করে রাখতে এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচীর আওতায় ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, ফেনী, বান্দরবান ও মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় লক্ষাধিক গাছ রোপণ করা হবে। শহীদদের স্মরণে আয়োজনের প্রথম ধাপ হিসেবে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। ফজর, যোহর বা আছরের নামাজের পর ইমামের সাথে আলোচনা করে শহীদদের জন্য দোয়া করা হবে। দোয়া শেষে মসজিদের আশেপাশে গাছ লাগানো হবে। ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর এই উদ্যোগে অংশগ্রহণ ও চারা গাছ দিয়ে সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তি/প্রতিষ্ঠানকে ০১৭৩৩৮০৬৮৮০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শহীদদের স্মরণে বৃক্ষরোপনের বিষয়ে মিশন গ্রিন বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, “শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস। এই বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি, পরিবেশ রক্ষার একটি কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। সংগঠনটির আহবায়ক আহসান রনি জানান, “এই বৃক্ষরোপণ কার্যক্রম শুধুমাত্র পরিবেশবান্ধব উদ্যোগ নয়, এটি শহীদদের স্মৃতিকে অমর রাখার একটি শক্তিশালী প্রয়াস। আমরা চাই, দেশের মানুষ শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করুক। সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত…