📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে আগামী তিন দিন

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: গেল সপ্তাহ  থেকে থেমে থেমে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। দিনের চেয়ে রাতে প্রায় প্রতিদিনেই বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছি নতুন খবর। আগামী তিন দিন এই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

শনিবার সকালে আবহাওয়ার নিয়মিত সংবাদে পরবর্তী তিন দিনের অবস্থা সম্পর্কে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া আজ শনিবার ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে সমুদ্রবন্দরগুলোকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন