📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

কৃ‌ষি‌বিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম -এর রোগ মু‌ক্তি কামনায় বি‌ভিএ’র দোয়া মাহ‌ফিল

এ‌গ্রিনিউজ২৪.কম ডেস্ক: করোনা আক্রান্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃ‌ষি‌বিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম এর রোগ মু‌ক্তির জন‌্য জন‌্য দোয়া চে‌য়ে‌ছে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ (‌বি‌ভিএ)। এ উপল‌ক্ষে সংগঠন‌টির পক্ষ থে‌কে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কেআই‌বি‌তে দোয়া মাহ‌ফি‌লের আ‌য়োজন করা হয়।

এ‌তে উপ‌স্থিত ছি‌লেন বাংলাদেশ কৃষকলীগের সংগ্রামী সভাপতি সমীর চন্দ, বিভিএ সভাপ‌তি ড. নজরুল ইসলাম, বিভিএ মহাসচিব ড. হাবিবুর রহমান মোল্লা, আহকাব সভাপতি ডা. নজরুল ইসলাম, কেআইবি দফতর সম্পাদক মিজানুর রহমান, কে আইবি ঢাকা মেট্রোর সভাপতি লিয়াকত আলী জুয়েল, সাধারণ সম্পাদক তাসকিদুর রহমান সনেট, ডেপুটি সেক্রেটারি ড. দিলীপ বিশ্বাস, প্রাণি সম্পদ অধিদফতরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, সরকারী বেসরকারি সেক্টরে কর্মরত ভেটেরিনারিয়ানবৃন্দ ও বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মাহ‌ফি‌লে মহান আল্লাহ পাকের কাছে কৃ‌ষি‌বিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম এর জন‌্য বি‌শেষ দোয়া মুনাজাত করা হয়।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত…