মো. আবুল হোসেন (কিশোরগঞ্জ) : করোনা ভাইরাসের কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সব পেশার মানুষ। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই আতঙ্কিত।
এমন পরিস্থিতিতে বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের তহবিল থেকে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসানের হাতে পিপিই, মাস্ক ও স্পে সামগ্রী কাছে হস্তান্তর করা হয়। পরে সাধারণ মানুষ ও সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা প্রেসক্লাবের সংবাদকর্মীরা।
এ সময় পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সংবাদকর্মী দৈনিক আমার সংবাদের পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি এম, এ হান্নান, দৈনিক খোলাকাগজের পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক বিজনেস ফাইলের উপজেলা প্রতিনিধি আলমীর হোসেন জনি, দৈনিক সমাচারের উপজেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক শতাব্দীর কন্ঠের স্টাফ রিপোর্টার তাসলিমা আক্তার মিতু, এগ্রি নিউজের জেলা প্রতিনিধি আবুল হোসেন, অনলাইন তোলাপারের উপজেলা প্রতিনিধি আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিদিনের স্টাফ রিপোটার ইন্জিনিয়ার আরমান হোসেন, দেশপত্রের উপজেলা প্রতিনিধি রাকিবুল হাসান প্রমুখ উপস্হিত ছিলেন।
				
								
								
								
								
								
								
								
								
								
								
								
								
								
								
								
								
															
															
								
								
								
								
								
								
								
								
