📍 ঢাকা | 📅 শনিবার, ৪ অক্টোবর ২০২৫

বাবুগঞ্জের স্টিমার ঘাট বাজারে কৃষিসিনেমা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন

নাহিদ বিন রফিক (বরিশাল): ইউএসএআইডির অর্থায়নে রবিবার ০(৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল জেলার বাবুগঞ্জের স্টিমার ঘাট বাজারে কৃষিসিনেমা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কৃষি তথ্য সার্ভিস (এআইএস), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এবং আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট বাংলাদেশ) যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রদর্শনে কৃষকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়।

এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ দু’শতাধিক কৃষক অনুষ্ঠান উপভোগ করেন। প্রদর্শন শেষে ১০ জন কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের লিফলেট, বুকলেট, ফোল্ডার, স্টিকার এবং পোস্টার দেয়া হয়। উপস্থিত দর্শকের জন্য হালকা নাস্তার ব্যবস্থাও ছিল। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন, অনুষ্ঠান সমন্বয়কারি নাহিদ বিন রফিক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাহফুজুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা সাদেকুর রহমান সুরুজ, বাজার কমিটির সভাপতি মো. আমির হোসেন মৃধা, বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.শিহাব উদ্দিন প্রমুখ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত…